Logo
Logo
×

সারাদেশ

নাটোরে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীর ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা ও গুলিবর্ষণ করেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। 

গুলিবিদ্ধ একজনের নাম সুজাত আলী, অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতেরা হলেন রামকৃষ্ণপুর গ্রামের লোকমান মণ্ডলের ছেলে সাব্বির হোসেন (২৪),  আয়ুব উদ্দিন মণ্ডলের ছেলে মো. হায়াত উদ্দিন (৭০), বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৪৭), খোলা কাগজের লালপুর প্রতিনিধি উত্তর লালপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে তুষার ইমরান (২২)।

গুলিবিদ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনকে আটক করে করেছে পুলিশ।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে খুতবার আগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়রা এর প্রতিবাদ করেন। এ নিয়ে ঈদগাহ মাঠে হট্টগোল হয়। পরে সেখানে থাকা মুসল্লিরা বিষয়টির মিমাংসা করে দেন এবং খুতবা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে নামাজ শেষ হয়। 

পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্ততি নিয়ে এসে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এতে সুজাত আলী ও অজ্ঞাত আরেকজন গুলিবিদ্ধ হন। 

এ ঘটনার প্রতিবাদে লালপুর ইউনিয়ন বিএনপি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিএনপি নেতারা হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, ঈদ মাঠে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ দুজনকে রাজহশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। মারামারিতে সম্পৃক্ত ছিল এরকম ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তারা সংঘর্ষে জাড়িত কী-না যাচাই বাছাই চলছে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন