Logo
Logo
×

সারাদেশ

ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম

ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত

সারা দেশের মতো দিনাজপুরেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে অনুষ্ঠিত এই বৃহৎ জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান।

দিনাজপুরসহ আশপাশের জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন, যার ফলে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ জামাতে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বৃহৎ এই জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ঈদের নামাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ২২ একর আয়তনের গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে ২০১৭ সাল থেকে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে, যা দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ হিসেবে পরিচিত।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন