শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাবেক মেয়রসহ ১৪ জন আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদের আগের রাতে টমটম পার্কিং নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ মোট ১৪ জনকে আটক করেছে।
রোববার (৩০ মার্চ) রাত ১টার দিকে শ্রীমঙ্গলের গদারবাজার এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক মেয়র মহসিন মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিংকে কেন্দ্র করে তার সমর্থকরা এবং বিএনপি নেতা হাজী মুজিবের অনুসারী আনার মিয়া মেম্বারের দল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে, যা দ্রুতই রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। শহরের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় দোকানপাটে আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে পুলিশ ৫৬ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। যৌথ বাহিনীর সক্রিয় হস্তক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
শহরে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ আর না ঘটে।