Logo
Logo
×

সারাদেশ

ঈদের দিন সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৯:৫৮ এএম

ঈদের দিন সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ঘটনাস্থল থেকে লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেইটে সৌদিয়া পরিবহণের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ জন। লোহাগাড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন