Logo
Logo
×

সারাদেশ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের ১৬ গ্রামে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:২৭ এএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের ১৬ গ্রামে ঈদ উদযাপন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্তত ১৬টি গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছেন। রোববার সকালে এসব গ্রামের পাঁচ শতাধিক মানুষ ঈদের নামাজ আদায় করেন।

ঈদ উদযাপনকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে— বলারদিয়ার, দক্ষিণ বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, বালিয়া, বনগ্রাম, করগ্রাম, হোসনাবাদ, বাউসী, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, পুঠিয়ারপাড়, বগারপাড়, লোটাবর, উচ্চ গ্রাম ও পাটাবুগা।

সকাল সোয়া ৮টায় দক্ষিণ বলারদিয়ার গ্রামের মাস্টারবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন আজিম উদ্দিন। তিনি জানান, প্রায় দেড় যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

এছাড়া, পৌরসভার বাউসী পঞ্চপীর গ্রামে আবুল কাশেম, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের পাশে মাহফুজুর রহমান এবং উচ্চগ্রাম দক্ষিণ পাড়া মসজিদের সামনে আব্দুর রাজ্জাক ঈদের জামাতের ইমামতি করেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন