Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে প্রাইভেট কার থামিয়ে গুলি, দুইজন নিহত, আহত আরও দুই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১০:১২ এএম

চট্টগ্রামে প্রাইভেট কার থামিয়ে গুলি, দুইজন নিহত, আহত আরও দুই

চট্টগ্রামের চকবাজারের চন্দনপুরা এলাকায় একটি প্রাইভেট কার থামিয়ে গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা, যেখানে আরও দুইজন আহত হয়েছেন।  

রবিবার ভোররাতে এই ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ, যাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৬ বছরের মধ্যে। আহতদের মধ্যে আছেন রবিন ও হৃদয়।  

চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, বাকলিয়ার রাজাখালী ব্রিজ থেকে প্রাইভেট কারটি ধাওয়া করা হয় এবং এক্সেস রোডে গিয়ে সেটিকে আটকানোর পর গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত বাকলিয়া থেকে গাড়িটিকে ধাওয়া করে এবং এক্সেস রোডের মুখে পৌঁছে পেছন ও পাশ থেকে গুলি চালায়।  

একজন রিকশাচালক জানিয়েছেন, গাড়ির যাত্রীরা আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলে একটি পুলিশের গাড়ি থাকলেও গুলির শব্দ শুনে তা দ্রুত সরে যায়।  

প্রাইভেট কারটির পেছনের কাচে গুলির চিহ্ন ও চালকের আসনে রক্তের দাগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।  

বিভিন্ন সূত্রের তথ্যমতে, সম্প্রতি ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ ও বায়েজিদ এলাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে এ হামলা হতে পারে। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন