ডিসির বাংলোর গর্তে মিলল দ্বাদশ সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৩:৩৫ পিএম
-67e7bef032be1.jpg)
নাটোরের জেলা প্রশাসকের (ডিসি) পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শতাধিক বান্ডিল ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এসব ব্যালটের অধিকাংশ সিলমারা। আজ শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এসব ব্যালট পেপার উদ্ধার করেন।
এসব ব্যালটের অধিকাংশই নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নাটোর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়। এ তথ্য জানিয়েছেন নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রাশেদুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার শহরের দক্ষিণ কান্দিভিটুয়ার নাটোরের জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোসংলগ্ন তালাবঘাট থেকে কম্বলে মোড়ানো অবস্থায় ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তালাবঘাটে আরও অস্ত্র আছে কি না, খুঁজতে আজ শনিবার সকালে আবারও ঘাটে ডুবুরি নামিয়ে তল্লাশি করে পুলিশ। ঘাটের অদূরেই জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোর মাঠে সম্প্রতি খোঁড়া ভরাট গর্ত দেখতে পান উপস্থিত জাতীয় গোয়েন্দা সংস্থার নাটোর কার্যালয়ের সদস্যরা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানকার মাটি খুঁড়ে এসব ব্যালট পেপার উদ্ধার করে। এর মধ্যে কিছু ব্যালটে সিল মারা ছিল।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম খবর পেয়ে পুরোনো ডিসি বাংলোতে যান। এ সময় মাটি খুঁড়ে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরোনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা আমাদের জানা নেই। তবে বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের টেন্ডার হয়েছে সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।