Logo
Logo
×

সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০১:০২ পিএম

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ ভাইয়ের

বরগুনার পাথরঘাটা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন সহোদর। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের কাছে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহত তিন ভাই হলেন—মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া ইউনিয়নের টিকিকাটা গ্রামের বাসিন্দা নাসির খানের সন্তান নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। দুর্ঘটনার পর পুলিশ বাসের চালক ও সহকারীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব পরিবহনের একটি বাস পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, একই সময় মঠবাড়িয়া থেকে তিন ভাই মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

নিহতদের বাবা জানান, তার বড় ছেলে শুভ সম্প্রতি ঢাকার ঈদের ছুটি কাটাতে বাড়িতে আসেন। শুভর মামাতো ভাই তার জন্য কিছু কেনাকাটা করেছিল, যা পৌঁছে দিতে তিন ভাই মঠবাড়িয়া থেকে পাথরঘাটায় যাচ্ছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে পথেই দুর্ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন