Logo
Logo
×

সারাদেশ

কোনো সৈন্যতন্ত্রবাজের জায়গা হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৭:০৯ পিএম

কোনো সৈন্যতন্ত্রবাজের জায়গা হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আবদুল হান্নান মাসউদের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীর ইলেকশন কোনো মাসল পাওয়ারের (পেশিশক্তি) ইলেকশন হবে না, আগামীর ইলেকশনে টাকা বানিয়ে রাজনীতি হবে না, আগামীর ইলেকশনে পোস্টার লাগিয়ে আপনি জিততে পারবেন না। তরুণেরা যেভাবে ৫ তারিখে (আগস্ট) লড়াই করে জয়ী হয়েছিল, তাঁদের সেই পূর্ণ টেকনিক আবার এই ইলেকশনে ব্যবহার করবে এবং এই ইলেকশনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে। কারণ কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, কীভাবে আসন্ন ‘ব্যালট রেভুলেশন’ পার পাবে, তা তরুণরা বুঝে গেছে। গতকাল মঙ্গলবার চাঁদপুরের হাজীগঞ্জে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

হাজীগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি।

হাজীগঞ্জবাসী তরুণ-যুবকদের উদ্দেশে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আপনারা পাঁচ তারিখে যেন ঐক্যবদ্ধভাবে হাসিনাকে বিদায় করেছেন, তেমনিভাবে আগামীতে আমাদের সামনের চ্যালেঞ্জ, ইলেকশনেও আমাদের জয় হবে। কারণ এই জয়টা আমরা কোনো ব্যক্তির জন্য চাই না এই জয়টা কোনো পরিবারের জন্য চাই না; এ জয় আমরা কোনো মাফিয়াতন্ত্রের জন্য চাই না।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘এ জয় আমরা চাই চাঁদাবাজদের বিরুদ্ধে; এ জয় আমরা চাই টেন্ডারবাজদের বিরুদ্ধে; এ জয় আমরা চাই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে; এ জয় আমরা চাই সৈন্যতন্ত্রের বিরুদ্ধে। এজন্য হাজিগঞ্জবাসী ঐক্যবদ্ধ হোন তরুণ-যুব ঐক্যবদ্ধ হোন, যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাঁরা ঐক্যবদ্ধ হোন। 

তিনি বলেন, আগামী ইলেকশনে তরুণদের জয় হবে; এ জয়ে আল্লাহ সহায় হবে। এ জয়ে কোনো মাফিয়াতন্ত্র, কোনো অস্ত্রবাজ, কোনো টাকাবাজ, কোনো সৈন্যতন্ত্রবাজের জায়গা হবে না।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন