মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম
-67e3e7d3618be.jpg)
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বারৈয়াহাট এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম জাবেদ।
এর আগে উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলের দুটি অংশের মধ্যে সংঘাতের আশঙ্কায় চট্টগ্রামের মিরসরাইয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আজ বুধবার ভোর সাড়ে ৬টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৪ ধারা জারির বিষয়টি জানান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। তবে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. ইরফান বলেন, ‘সম্প্রতি বিএনপির নতুন কমিটি ঘোষণা দেয়। এরপর থেকে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান এবং মো. আমিন ওরফে কালা আমিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়। আহত হয়েছে ১০ থেকে ১২ জন।’
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, উপজেলায় ১৪৪ ধারাও জারি করা হয়েছিল। বেলা ১১টায় ১৪৪ ধারা ভেঙে এক পক্ষ শহীদ মিনারে ফুল দেয়। এরপর দুপুরে বারৈয়ারহাট এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিটের নবগঠিত কমিটির পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত ২৪ মার্চ থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনো সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা প্রশাসন চত্বর ও আশপাশের মধ্যে ৫০০ গজ এলাকায় ২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এ সময় সব ধরনের সভা, সমাবেশ, গণ-জমায়েত, বিক্ষোভ, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহনসহ পাঁচজনের অধিক ব্যক্তি একত্রে চলাচলে বা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।