Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে, নতুন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:৪৯ এএম

সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে, নতুন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী

সুন্দরবনের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে নতুন করে উত্তর-পশ্চিমে বড় এলাকাজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ড্রোন উড়িয়ে সংবাদকর্মীরা ধোঁয়ার অস্তিত্ব শনাক্ত করেন। বন বিভাগও সকাল সাড়ে ৯টায় গুলিশাখালী বন টহল ফাঁড়ির তিনটি এলাকায় আগুনের উপস্থিতি নিশ্চিত করে।

গতকাল শনিবার সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বন বিভাগ, স্থানীয় সিপিজি, টাইগার টিম ও ভিটিআরটি সদস্যরা। বিকেলের মধ্যেই ফায়ারলাইন কাটা সম্পন্ন হয়। তবে পানির উৎস দূরে থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।

রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপলাইন ব্যবহার করে পানি ছিটানো শুরু হয়। রাতভর চেষ্টার পর ভোর চারটায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুনের কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস এর নেতৃত্বে এই কমিটি সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সুন্দরবন–সংলগ্ন ভোলা নদীর তীরে অবস্থান করছে। বন বিভাগের সেচপাম্প দিয়ে পানি ছিটিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গত ২৩ বছরে সুন্দরবনে অন্তত ২৬ বার আগুন লেগেছে, যার বেশিরভাগই ভোলা নদী সংলগ্ন উঁচু এলাকায়। আগুনের মূল কারণ তদন্তাধীন থাকলেও, বনের এই বারবার আগুন লাগার ঘটনা উদ্বেগজনক।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন