Logo
Logo
×

সারাদেশ

মসজিদে হামলা-চাঁদাবাজি মামলায় জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেপ্তার

Icon

ইউএনবি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম

মসজিদে হামলা-চাঁদাবাজি মামলায় জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেপ্তার

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদের স্থাপনায় হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পিরোজপুরের ১ নম্বর সদস্য মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে পিরোজপুরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।

গ্রেপ্তার মুসাব্বির মাহমুদ সানি (৩২) পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মাছিমপুর এলাকার মো. কিসলুরের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, গতকাল (শুক্রবার) দুপুরে মুসাব্বির নিজেকে ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে ৩০-৪০ জনের একটি দল নিয়ে পিরোজপুর গণপূর্ত বিভাগের অধীনে নির্মাণাধীন মডেল মসজিদের স্থাপনায় হামলা চালান। হামলাকারীরা সাইটের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর করেন এবং অফিস কক্ষে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় তারা সিসিটিভি ক্যামেরাসহ এর হার্ডডিস্কও ভেঙে ফেলেন।

এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানি, সানির কথিত ভাই ও সমন্বয়ক দাবি করা সাজিদ ও সাজিদুল  ইসলামের বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন ক্ষতিগ্রস্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক শহিদুল ইসলাম।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান বলেন, ‘সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির মামলা হয়েছে। মামলার পর আমরা তাকে আটক করেছি। এছাড়া, পিরোজপুর বালেশ্বর ব্রিজ টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে, তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন