Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ঈদের ছুটি ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:৩০ পিএম

গাজীপুরে ঈদের ছুটি ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে ঈদের ছুটি ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার সকাল ৭টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই অবরোধ শুরু হয়। এতে জায়েন্ট নীট পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনা করার চেষ্টা করলেও তারা কোনো সমাধান পাননি। আজ সকালে কাজে যোগ দিতে এসে তারা দেখেন, কারখানা বন্ধ এবং নোটিশ টানানো রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের এসআই ফারুক হোসেন জানান, ঈদের ছুটি ও বোনাসের দাবিতে গত বৃহস্পতিবারও শ্রমিকরা আন্দোলন করেছিলেন। এরপর আজ কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে নোটিশ দেয়, যার ফলে শ্রমিকরা রাস্তায় নেমে এসে মহাসড়ক অবরোধ করেন।

এই বিক্ষোভের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন