কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদকর্মীদের ওপর হামলা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন যমুনা টিভির রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ক্যামেরাপারসন জিহাদুল ইসলাম সাকিব, চ্যানেল টোয়েন্টিফোরের জাহিদুর রহমান ও ইরফান। তারা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিকদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর খবর সংগ্রহ করতে গেলে তারা হামলার শিকার হন। হাসপাতালের ভেতরে থাকা একদল যুবক, যাদের কয়েকজন মেডিকেল শিক্ষার্থী বা ইন্টার্ন চিকিৎসক হতে পারেন, তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা লাঠি ও স্ট্যাম্প দিয়ে মারধর করে, মোবাইল ফোন কেড়ে নেয় এবং ক্যামেরা ও ট্রাইপড ভাঙচুর করে।
আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি উত্তপ্ত হলে যৌথবাহিনী ফাঁকা গুলি ছোড়ে।
কুমিল্লা প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন।