ইসরায়েল ও ভারতের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান হেফাজতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৫১ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ইহুদীবাদী ইসরায়েল এবং হিন্দুত্ববাদী ভারত মুসলিম নিধনের প্রতিযোগিতায় নেমেছে। ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা করে
গণহত্যা চালিয়ে যাচ্ছে। বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে।
তিনি আরও বলেন, ইসরায়েল নিঃসন্দেহে স্পষ্ট প্রমাণ দিয়েছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। ইসরায়েলি নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। তাদের সাথে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। গাজায় সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ । ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আজ বুধবার কুমিল্লা টাউন হলে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, ভারতজুড়ে রমজান মাসে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু মুসলমানদের ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। অসংখ্য মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে সন্ত্রাসী মোদি সরকার। উত্তরপ্রদেশে হোলির সময় ‘শান্তি রক্ষা’র নামে হাজারের ওপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেপ্তার করেছে। কট্টর হিন্দুত্ববাদীরা রোজাদার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করছে।
তিনি বলেন, আমরা মোদি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইতিহাস প্রমাণ করে, পৃথিবীর কোথাও জালিমরা রাজত্বে বেশিদিন টিকে থাকতে পারেনি। সুতরাং, হিন্দুত্ববাদী দানব মোদী সরকারের পরাজয়ও অনিবার্য। দুনিয়ার মজলুমরা যেদিন এক হয়ে রুখে দাঁড়াবে, সেদিন জালিম ইসরায়েল ও ভারত নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।
কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, বিএনপি কুমিল্লা মহানগর সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, হেফাজতের সহকারী মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা সভাপতি মুফতি মুশতাকুন্নবী কাসেমী, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মুফতি আমজাদ হোসাইন, জেলা সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, এবি পার্টির সভাপতি গোলাম সামদানী মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা জামিল আশরাফী, মুফতি মূজ্জাম্মেল, মুফতি শোয়াইব, হাফেজ জসিম, মাওলানা মুতাহের হোসাইন, মাওলানা সাখাওয়াত রাহাত, মাওলানা আবুল বাশার, মাওলানা সুলাইমান, মাওলানা আহসান হাবিব, মাওলানা আমানুল্লাহ মুন্সী, মাওলানা মারুফ বিল্লাহ প্রমুখ।