টেকনাফে অবৈধ অস্ত্রসহ 'কুখ্যাত' মাদকব্যবসায়ী জাহাঙ্গীর আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৭:৩৩ পিএম
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসহ 'কুখ্যাত' মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করেছে। আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. শাহরিয়ার নিশাত।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (১৬-০৩-২৫) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় আটককৃত মাদক সম্রাট রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এর আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।-