চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিদায়ের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।
ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী আলাপ সারেন।
বৃহস্পতিবার চার দিনের সফরে ঢাকায় আসেন আন্তোনিও গুতেরেস। সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারে যান এবং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন এবং তাদের সংকট নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
শনিবার সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবনের উদ্বোধন করেন গুতেরেস। দুপুরে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
সন্ধ্যায় তিনি ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে ঢাকায় তার আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করেন এবং পরদিন সকালে জাতিসংঘ মহাসচিব ঢাকা ত্যাগ করেন।