Logo
Logo
×

সারাদেশ

ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:৫৪ পিএম

ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকরা ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে তেলিপাড়া এলাকায় এ আন্দোলন শুরু হয়, যার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে কাজে যোগ না দিয়ে তাদের বকেয়া পাওনা ও শ্রম অধিকার সংক্রান্ত ১৪ দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন। এরপর বিক্ষোভ মিছিল করে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

শ্রমিকদের অভিযোগ, প্রায় ১,২০০ কর্মী দীর্ঘদিন কাজ করলেও তারা ওভারটাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি এবং বাৎসরিক প্রাপ্য অর্থ পান না। পাশাপাশি প্রোডাকশন রেট যথাযথভাবে নির্ধারণ করা হয় না। শ্রমিকরা জেনারেল ম্যানেজারের (জিএম) পদত্যাগসহ তাদের দাবিগুলো বাস্তবায়নের দাবি জানিয়ে আন্দোলন করছেন।

শ্রমিকদের অবরোধের ফলে সকাল ১০টা থেকে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। কেউ কেউ পায়ে হেঁটে বা বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, শ্রমিকরা ঈদ বোনাসসহ নানা দাবিতে সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি সামাল দিতে গাজীপুর মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন