Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:৫০ এএম

গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

গাজীপুরের বাঘের বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের এক নারী শ্রমিক নিহত হওয়ার পর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা প্রথমে বিক্ষোভ শুরু করেন এবং কিছুক্ষণ পরেই মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভরত শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, নিহত শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) গতকাল রাত ৯টার দিকে শিশু অসুস্থ থাকার কারণে ছুটি চাইতে কারখানার এপিএম মতিউর রহমানের কাছে যান। তবে ছুটি না দিয়ে কারখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র রেখে তাঁকে বিদায় করে দেওয়া হয়।

পরদিন সকালে কাজে যোগ দিতে যাওয়ার পথে, সকাল ৫টা ৪০ মিনিটে এক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

শ্রমিকদের দাবি

বিক্ষোভকারীরা দাবি করেছেন—দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ভরণপোষণের দায়িত্ব নিতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি

ঘটনাস্থলে শিল্পপুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন, আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে এবং পরিস্থিতি শান্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন