Logo
Logo
×

সারাদেশ

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:২৫ এএম

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। 

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলী ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন মাহমুদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী জনপদ মহিষখলা  বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু-পাথরবাহী ট্রাক চলাচল করে। এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সন্ধ্যায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

মধ্যনগর থানার ওসি মোহাম্মদ সজীব রহমান বলেন, পাথরের গাড়ি থেকে চাঁদার তুলার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে । এতে একজন নিহত হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন