Logo
Logo
×

সারাদেশ

বকেয়া বেতন দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:০২ এএম

বকেয়া বেতন দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন পরিষদের দাবি ও এক শ্রমিককে মারধরের প্রতিবাদে গাজীপুরে ঢাকা -ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। ‌এতে দুটি মহাসড়কেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এছাড়া আরও কয়েকটি এলাকার পোশাক কারখানায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে করে অন্তত পাঁচটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।  

শ্রমিকদের অবরোধে ওই সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে

অপরদিকে, জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় একজন শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে যানবাহন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

মৌচাকে শ্রমিক বিক্ষোভের জেরে বিশৃঙ্খলার আশঙ্কায় নগরের ইটাহাটা ও ইসলামপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন