Logo
Logo
×

সারাদেশ

ফুলপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত, আহত দুই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:১০ পিএম

ফুলপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত, আহত দুই

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন, আহত হয়েছেন আরও দুইজন।  

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি আবদুল হাদি।  

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

ওসি আবদুল হাদি জানান, যাত্রীবোঝাই একটি অটোরিকশা শেরপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় অটোরিকশার তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।  

আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন