ঢাকায় ছিনতাইকারীকে তরুণীর মারধর, ভিডিও ভাইরাল

ঢাকার কাজলা ফুট ওভারব্রিজ এলাকায় এক তরুণী সন্দেহভাজন এক ছিনতাইকারীকে আটকে রেখে মারধর করছেন—এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে ছিনতাইয়ের সময় স্থানীয়রা দুইজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার পর এক তরুণী বেল্ট দিয়ে তাকে আঘাত করছেন, আশপাশের লোকজনও এতে উৎসাহ দিচ্ছেন। কেউ কেউ ছিনতাইকারীকে স্বীকারোক্তি দিতে বলছিলেন। ভিডিওতে ওই তরুণ দাবি করেন, তিনি খিচুড়ি খাচ্ছিলেন। জবাবে তরুণী জানান, সন্ধ্যায় তিনিই ওই এলাকায় খিচুড়ি বিতরণ করেছিলেন।
যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহম্মেদ জানান, রাত ১২টার দিকে এক তরুণী কেনাকাটা শেষে স্বজনদের সঙ্গে বাসায় ফিরছিলেন। এ সময় কাজলা ওভার ব্রিজের কাছে ছিনতাইয়ের শিকার হলে স্থানীয়দের সহায়তায় দুজন ছিনতাইকারী ধরা পড়ে।
তিনি আরও বলেন, "পরে জনতা তাদের পুলিশের হাতে তুলে দেয়। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।"
রবিবার ঢাকার আরও কয়েকটি স্থানে চোর ও ছিনতাইকারী সন্দেহে অন্তত ৮ জন গণপিটুনির শিকার হন। এর মধ্যে যাত্রাবাড়ীর কোণাপাড়া এলাকায় বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়রা তিন সহোদরসহ চারজনকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।