ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৪:১৪ পিএম
-67cd69f0d044e.jpg)
ঠাকুরগাঁওয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (৮ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
আনোয়ার সাত্তার বলেন, গতকাল শনিবার একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভুল্লী থানাধীন কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২) স্কুলশিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। তিনি ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশী। ওই ছাত্রীর মা-বাবা এখন কথা বলার মত পরিস্থিতিতে নেই, তিনি দ্রুত আইনি সহায়তার ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।
আনোয়ার সাত্তার জানান, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল রুবেল আলী। কনস্টেবল রুবেল ভুল্লী থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরবর্তীতে কলার ও সংশ্লিষ্ট থানা পুলিশ দলের সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই উজ্জ্বল বিশ্বাস।
আনোয়ার সাত্তার আরও জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ভুল্লী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেপ্তার করে। এ সংক্রান্ত থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ৯ মার্চ রবিবার অভিযুক্ত শিক্ষককে আদালতে নেওয়া হলে তিনি জনতার বিক্ষোভের মুখে পড়েন। আদালত অভিযুক্তকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।