নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শিক্ষক-শিক্ষার্থীরা সমবেত হন। সেখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বক্তব্য দেন।
এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’—এমন স্লোগান দেন।
ঢাকা মেডিকেল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন। মুখে ও কপালে লাল কাপড় বেঁধে তারা প্রতিবাদ জানান।
এছাড়া সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেজগাঁও শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিল করেন। ঢাকার আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন।
দেশজুড়ে প্রতিবাদে উত্তাল শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশুর ওপর বর্বরোচিত ধর্ষণের ঘটনার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন।
ধর্ষণের প্রতিবাদে রাজশাহী, খুলনা, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
বিক্ষোভকারীরা বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি রুখতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।