Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, কিশোর আটক

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১১:২৫ পিএম

ফরিদপুরে সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, কিশোর আটক

ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলায় সাইকেলে ঘোরানোর কথা বলে সাড়ে ৪ বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কিশোরের বিরুদ্ধে।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। পরে ১৪ বছর বয়সী ওই কিশোরকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কিশোর স্থানীয় একটি হোটেলের কর্মচারী। পূর্বপরিচয়ের সূত্র ধরে শিশুটির বাড়িতে তার যাতায়াত ছিল। শুক্রবার রাতে সাইকেলে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে ওই কিশোর শিশুটিকে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন তাকে আটক পুলিশে খবর দেয়। ভুক্তভোগী শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আজ শনিবার বিকালে এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত কিশোরকে আদালতে সোপর্দ করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন