ফরিদপুরে ‘কালো সোনা’ পেঁয়াজ বীজের বাম্পার ফলন, ৫০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুরে এবার পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে। সরকারি চাহিদার অর্ধেকের বেশি বীজ ফরিদপুর থেকেই সরবরাহ হয়। এবারের মৌসুমে ১,৮৫৪ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে, যার বাজার মূল্য ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
জেলার সদর, বোয়ালমারী, ভাঙ্গা, মধুখালী ও সদরপুরের মাঠজুড়ে এখন শুধুই সাদা কদম ফুলের সমারোহ। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন পরাগায়ন ও পরিচর্যায়। মৌমাছির সংখ্যা কমে যাওয়ায় এবার হাত দিয়ে পরাগায়নের কাজ করছেন তারা।
শ্রমিকরা জানান, পেঁয়াজ বীজ খেতে কাজ করেই চলে তাদের সংসার। অন্যদিকে, দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে।
কৃষি বিভাগের মতে, ফরিদপুরের গুণগতমানের বীজ সর্বত্র চাহিদাসম্পন্ন। বাজারমূল্য দুই থেকে পাঁচ লাখ টাকা হওয়ায় একে ‘কালো সোনা’ বলা হয়। চাষিদের প্রশিক্ষণ দিয়ে উৎপাদন আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।