Logo
Logo
×

সারাদেশ

বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি: পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:৫৪ এএম

বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি: পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবি

পদোন্নতি ও সব ধরনের বৈষম্য দূর করার দাবিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম তিন দিনের কর্মবিরতি পালন করছে। শনিবার থেকে সোমবার প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে দুই ঘণ্টার কর্মবিরতি চলছে। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।  

তাদের মূল দাবি হলো, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, বিশেষজ্ঞ চিকিৎসকদের যথাযথ পদোন্নতি নিশ্চিত করা এবং আন্তঃ ও অন্তঃক্যাডার বৈষম্য দূর করা।  

শনিবার ঢাকা মেডিকেল কলেজের সামনে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি দেখা গেছে। চিকিৎসক নেতা মো. বশির উদ্দিন জানিয়েছেন, শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে, যেখানে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।  

বিভিন্ন বিশেষজ্ঞ সংগঠনও এই আন্দোলনে সংহতি জানিয়েছে। সংগঠনগুলো দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, তা না হলে চিকিৎসা ব্যবস্থায় দীর্ঘস্থায়ী সংকট তৈরি হতে পারে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন