Logo
Logo
×

সারাদেশ

শরীয়তপুরে ডাকাতি ঠেকাতে গণপিটুনি, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম

শরীয়তপুরে ডাকাতি ঠেকাতে গণপিটুনি, নিহত ২

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের পিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতদের ছোড়া গুলিতে পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একদল ডাকাত মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে হামলা চালায়। বিষয়টি টের পেয়ে নৌযানের শ্রমিক ও স্থানীয়রা তাদের ধাওয়া করে।

ডাকাতরা শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে তাদের স্পিডবোটের পথ আটকে দেয়। দ্রুত মসজিদে মাইকিং করে ডাকাতদের ধরার আহ্বান জানানো হয়। মুহূর্তের মধ্যে শত শত মানুষ জড়ো হয়ে ডাকাতদের ঘিরে ফেলে।

ডাকাতদের ছোড়া হাতবোমা ও গুলিতে আহত পাঁচজনের মধ্যে দুজনকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকিরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, "স্থানীয়দের প্রতিরোধের মুখে ডাকাতরা পালানোর চেষ্টা করে, তবে সাতজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।"

পরে পালং মডেল থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুজন মারা যান।

এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও ডাকাতদের স্পিডবোট জব্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন