Logo
Logo
×

সারাদেশ

পাঁচবার গোপনে বিয়ে করে স্ত্রীর হাতে খুন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম

পাঁচবার গোপনে  বিয়ে করে স্ত্রীর হাতে খুন

চট্টগ্রামের হালিশহরে পঞ্চম বিয়ে গোপন রাখার কারণে এক যুবক তার স্ত্রীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।  

নিহত আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা। তিনি নগরীতে কখনো রিকশা চালাতেন, আবার কখনো ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। চতুর্থ স্ত্রী নুর জাহানের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া থাকতেন।  

সম্প্রতি গোপনে পঞ্চম বিয়ে করায় নুর জাহানের সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়। শনিবার রাত আড়াইটার দিকে নুর জাহান ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেন। পুলিশ খবর পেয়ে রাতেই নুর জাহানকে গ্রেপ্তার করে।  

আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং তার পরিবারকে নোয়াখালীতে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন