Logo
Logo
×

সারাদেশ

কুয়েটে ভিসিসহ তিনজন অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ পিএম

কুয়েটে ভিসিসহ তিনজন অবরুদ্ধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সংঘর্ষের পর শিক্ষার্থীদের আন্দোলনের জেরে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেনসহ তিনজন প্রশাসনিক কর্মকর্তাকে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—

১. ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা,

২. শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি,

৩. উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ,

৪. ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং

৫. বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহাদুজ্জামান শেখ জানান, উপাচার্য অসুস্থ বোধ করায় মঙ্গলবার বিকেলে কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে যান। সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকও। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের সেখানে অবরুদ্ধ করে।

বুধবার বেলা ১২টায়ও তারা সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরিস্থিতি মোকাবিলায় বেলা ১১টায় কুয়েট প্রশাসন জরুরি সিন্ডিকেট সভার আয়োজন করে। বেলা ১টায় এই সভা হওয়ার কথাভ

মঙ্গলবার রাতের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঘোষণা দেন, বুধবার দুপুর ১টার মধ্যে দাবি মানা না হলে কুয়েটের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। নির্ধারিত সময়সীমার মধ্যেও দাবি পূরণ না হওয়ায় ক্যাম্পাসে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সংঘর্ষের ঘটনায় কুয়েট ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. নাজমুল হাসান রাজীব জানান, সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে পাঁচজনকে আটক করা হয়েছে, তবে এখনো কোনো মামলা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েট ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে অন্তত ৫০ জন আহত হন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।

কুয়েট প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সিন্ডিকেট সভা আহ্বান করেছে, যেখানে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে, কুয়েট ছাত্রদল বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে চলমান অস্থিরতা শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রশাসনের ব্যর্থতা ও শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। সিন্ডিকেট সভা ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে কুয়েটের ভবিষ্যৎ পরিস্থিতি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন