ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ২০

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পরপর পাঁচটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। এরপর পেছন থেকে আসা ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে পাঁচটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। ফলে ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, “ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দফায় দফায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
হাসাড়া হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। বাকিগুলো থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”