ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে।
মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সড়ক নিরাপত্তার টহল গাড়িতে আঘাত করে। এতে সুরভি পরিবহনের অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ধরে তিন কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ ছিল।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বাস ও অন্যান্য যানবাহন চলাচল শুরু হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও টহল গাড়ি জব্দ করে থানায় নেওয়া হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।