হেফাজতের আপত্তিতে মধুপুরে লালন স্মরণোৎসব বন্ধ

হেফাজতে ইসলামের আপত্তির কারণে টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসব বাতিল হয়েছে। ফকির লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় মধুপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এই উৎসবের আয়োজন করা হয়েছিল।
লালন সংঘের আয়োজকরা জানান, প্রশাসনের অনুমতি নিয়েও হেফাজতের চাপের মুখে তারা অনুষ্ঠান করতে পারেননি। সংগঠনের আহ্বায়ক সবুজ মিয়া বলেন, "শুধু বিনোদনের জন্য আয়োজন করেছিলাম, কোনো মতাদর্শ প্রচার করা হয়নি। তবু হেফাজত আপত্তি তোলে এবং শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান স্থগিত করি।"
হেফাজতের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ দাবি করেন, "লালনের ভ্রান্ত মতাদর্শ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, তাই আমরা আপত্তি জানিয়েছি।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আয়োজকরা জেলা প্রশাসনের অনুমতি নেননি, তাই অনুষ্ঠান স্থগিত করা হয়।