Logo
Logo
×

সারাদেশ

বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ এএম

বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি-ভারত সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে। গতকাল (মঙ্গলবার) রাত ১১টার পর সীমান্তের গাছে স্থাপিত ক্যামেরাটি খুলে নেওয়া হয়।  

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে, সোমবার সকালে বিএসএফ আন্তর্জাতিক সীমানাপিলার ৯৭৮-এর পাশে নো ম্যান্স ল্যান্ডে ক্যামেরাটি স্থাপন করে, যা নিয়ে বিজিবি আপত্তি জানায়। এ নিয়ে কয়েক দফা পতাকা বৈঠকের পর গতকাল দুই দেশের অধিনায়ক পর্যায়ে আলোচনার মাধ্যমে ক্যামেরা সরানোর সিদ্ধান্ত হয়।  

এছাড়া, বৈঠকে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে স্থায়ী স্থাপনা না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন