নোয়াখালীতে ট্রাকচাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত

নোয়াখালীর সদর উপজেলায় ট্রাকচাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা স্থানীয় কোয়ালিটি অ্যাডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী—আসমা আক্তার (৫) ও আরাফাত হোসেন (৬)।
আহত আবুল কালাম (২৭) শিশু দুটিকে বাইসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়, আর গুরুতর আহত আবুল কালামকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করেছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন সুধারাম থানার এসআই রিকু বড়ুয়া।