Logo
Logo
×

সারাদেশ

রাতে গাজীপুরে সাবেক এমপিসহ ১০০ আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম

রাতে গাজীপুরে সাবেক এমপিসহ ১০০ আটক

গাজীপুরে রোববার রাতের ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ ২১ ও মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম, গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা রয়েছেন।

পুলিশ জানায়, আটককৃতরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন। সারা দেশে শুরু হওয়া যৌথ বাহিনীর এ অভিযানের উদ্দেশ্য গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা।

এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়, পুলিশ কমিশনার ক্ষমা চান এবং সদর থানার ওসিকে প্রত্যাহার করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন