Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে টিনশেড ঘরে আগুন লেগে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ এএম

চট্টগ্রামে টিনশেড ঘরে আগুন লেগে দুই জনের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের বলুয়ার দীঘির পাড়ে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে সোমবার সকাল সাড়ে ৬টায় আগুন লেগে দুজন মারা গেছেন, তিনজন আহত হয়েছেন।

চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত পাঁচজনকে চমেক হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

বাকিদের মধ্যে ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীন (২২) শ্বাসতন্ত্রের ক্ষতিতে চিকিৎসাধীন।

আগুনে পাঁচটি ঘর সম্পূর্ণ ও চারটি আংশিক পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুনের কারণ বলে ধারণা করছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন