Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে চেয়ারম্যানের বাড়িতে হামলা-গুলি, নারী নিহত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

নরসিংদীতে চেয়ারম্যানের বাড়িতে হামলা-গুলি, নারী নিহত

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদের বাড়িতে হামলা ও গুলি ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে নিয়াজের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম (২২) নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিয়াজ মোর্শেদের প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। নিহত শান্তা শ্রীনগর গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের নিয়াজের চাচাতো ভাই শাকিলের স্ত্রী।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদের সঙ্গে সোহেলের বিরোধ ছিল। আজ দুপুরে সোহেলের লোকজন চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যানকে না পেয়ে তাদের পরিবারের ওপর গুলিবর্ষণ করে তারা। এতে শান্তা গুলিবিদ্ধ হন। পরে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন