Logo
Logo
×

সারাদেশ

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২০

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২০

ফেনীতে পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় ২০ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে লিখিত পরীক্ষার ৪টি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, ফেনী সরকারি কলেজ ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৭ জন, সরকারি জিয়া মহিলা কলেজ থেকে ৭ জন ও শাহীন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৬ জনকে আটক করা হয়।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ‘এই পরীক্ষায় ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় প্রক্সি দিতে আসা ২০ জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন