Logo
Logo
×

সারাদেশ

জামায়াত আমির বললেন

গত ৫২ বছর সব অপকর্ম করেছে আ. লীগের নেতাকর্মীরা, কিন্তু দায়ী করা হতো জামায়াতকে

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম

গত ৫২ বছর সব অপকর্ম করেছে আ. লীগের নেতাকর্মীরা, কিন্তু দায়ী করা হতো জামায়াতকে

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে সব অপকর্মের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও সেসবের জন্য দায়ী করা হতো জামায়াতে ইসলামীকে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বড়াইবাড়ি যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু কার ইঙ্গিতে এটা বন্ধ হয়ে আছে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা বন্ধ হয়েছে।

এসময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। সব হত্যার বিচার চাই।

জামায়াত আমির বলেন, সাড়ে ১৫ বছর স্বৈরাচার সরকারের নিপীড়ন থেকে কেউই রক্ষা পায়নি। এক বছর আগেও মানুষ ছিল নির্যাতিত। সব কারাগার বিরোধী দলের নেতাকর্মী এবং আলেমদের দিয়ে ভর্তি ছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন