Logo
Logo
×

সারাদেশ

অবশেষে মাঠে গড়াল ৪০তম ব্যাচের এসআইদের সমাপনী কুচকাওয়াজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

অবশেষে মাঠে গড়াল ৪০তম ব্যাচের এসআইদের সমাপনী কুচকাওয়াজ

তিনবার সময় পরিবর্তনের পর অবশেষে রাজশাহীর সারদায় ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্টিত হয়েছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আজ বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিভাবদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় অর্ন্তবর্তীকালীন সরকারের স্বররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন ঘটাতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহৎ উদ্যোগে সবাই একাত্ম। পুলিশের মনোবল বৃদ্ধি করে জনগণের পুলিশ হতে হবে। আপনারা দীর্ঘ একবছর কঠোর অনুশীলন করে কর্মে যোগ দেবেন। আপনাদের সেবায় জনগণ মুগ্ধ হবে এটাই প্রত্যাশা। থানায় সেবা নিতে আসা প্রার্থীরা যেন কখনও আপনাদের আচরণে কষ্ট না পায়। আপনারা জনগণের সেবক। সেই কথা মাথায় রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। 

প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে পদক পান এসআই বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিস্ট শিক্ষানবিশ ক্যাডেট হন এসআই মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার ক্যাডেট নয়ন কুমার ঢালি এবং সব বিষয়ে শেষ্ঠত্ব অর্জন করায় আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক প্রদান করা হয়। 

ব্যাচের ৫০২ জন নবীন পুলিশদের মধ্যে পুরুষ ৪৮০ জন এবং ২২ জন নারী নবীন পুলিশ  সাব-ইন্সপেক্টর সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। 

২০২৩ সালের ৪ নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ১ বছর মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন ৮২৩ জন প্রশিক্ষণার্থী উপপরিদর্শক। প্রশিক্ষণ শেষ হয় গত বছরের নভেম্বরের মাঝামাঝি। এরপর প্রশিক্ষণার্থী উপপরিদর্শকদের কুচকাওয়াজ, অভিভাবদন গ্রহণনের জন্য ২৬ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে একাডেমি কর্তৃপক্ষ। 

অর্ন্তবর্তীকালীন সরকারের স্বররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা থেকে সারদায় অনুষ্ঠানের আগের দিন এসে উপস্থিত হন। তবে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয় অনিবার্য কারনে ৪০ তম ব্যাচের শিক্ষানবিশ এসআইদের সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না। তবে পরবর্তীতে সমাপণী অনুষ্ঠানের তারিখ জানানো হবে। 

কয়েকদিন পরে প্রশিক্ষণের মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার ভঙ্গের অভিযোগে চারধাপে ৩২১ জন প্রশিক্ষাণার্থী এসআইকে অব্যাহতি প্রদান করে একাডেমী কর্তৃপক্ষ। তারা বর্তমানে সচিবালয়ে অনশরত রয়েছেন। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন