Logo
Logo
×

সারাদেশ

অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড

চিন্ময়ের আইনজীবীসহ ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম

চিন্ময়ের আইনজীবীসহ ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ, ভাঙচুরের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিষ শর্মাসহ ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানির পর তাদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

জামিনের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া।

এদিকে, জামিনের আদেশের পর আইনজীবীদের একাংশ নিহত সাইফুল ইসলাম আলিফের বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণ এলাকায় বিক্ষোভ করেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আইনজীবীদের শুনানিতে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সেখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন