Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম

চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি ঘোষণা

চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত ২২ ডিসেম্বর এই কমিটি গঠন করা হয়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান মিলনায়তনে শ্রমিকদের অধিকার ও কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ। ফেরদৌস আলমের সভাপতিত্বে মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণ-অভ্যুত্থানের নেতৃত্ব আব্দুল হান্নান মাসুদ। 

সভায় সবার সম্মতিতে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের জন্য আবুল বশরকে আহ্বায়ক ও মো. বজলুর রহমানকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করেন শ্রমিক সংগঠক আরিফুল ইসলাম আদীব। শ্রমিক ও কর্মচারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার নিয়ে কাজ করবে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ। 

আগামী ১ বছরের জন্য চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের জন্য ৫ সদ্যের উপদেষ্টা পরিষদ এবং ৫০৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন