Logo
Logo
×

সারাদেশ

রাজধানীতে আগুনে পুড়ল ৬ ট্রাক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

রাজধানীতে আগুনে পুড়ল ৬ ট্রাক

রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে আগুন লেগে ছয়টি ট্রাক পুড়ে গেছে।

আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাসিম জানান, সকাল ৮টার দিকে গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে অন্য একটি সূত্র বলছে, আগুনে ছয়টি ট্রাক পুড়ে গেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন