মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ লেখা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম
সাতক্ষীরার কলারোয়ায় মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ সোমবার মাগরিবের নামাজের পর উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদের ইমাম বলেন, মাগরিবের নামাজের পর প্রথমবার এ লেখাটি নজরে আসে। কেউ হ্যাকিংয়ের মাধ্যমে এটি করেছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিক করার চেষ্টা করেছি। এর আগে বোর্ডে শুধু মসজিদের নামই প্রদর্শিত হতো।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং তাৎক্ষণিকভাবে লোক পাঠাচ্ছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি।
এর আগে গত ৩০ ডিসেম্বর ফেনী সদরের বড় মসজিদের নামাজের সময় দেখানো স্ক্রিনের ‘জয় বাংলা, আওয়ামী লীগ আবার ফিরে আসবে’ লেখা দেখা যায়।
এছাড়া গত গত ১ জানুয়ায়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’।