Logo
Logo
×

সারাদেশ

নাফ নদীর মোহনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম

নাফ নদীর মোহনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

ছবি: সংগৃহীত

কক্সবাজারে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাদক কারবারীদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারী নিহত হয়েছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার ইয়াবাসহ ১৬ জনকে আটক করা হয়।

আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের নাম মোসলেহ উদ্দিন (৫০)। তিনি ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন রোহিঙ্গা।

জালাল উদ্দিন বলেন, শনিবার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। এতে ট্রলারটিতে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দিলে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় এক মাদক কারবারী নিহত হয়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা সম্ভব হয়।

এ সময় ট্রলারে থাকা ১৬ জন আটক এবং ট্রলারটি তল্লাশি চালিয়ে দেশিয় তৈরি তিনটি বন্দুক, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের লাশ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক মাদক কারবারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এক চিকিৎসক বলেন, ভোর ৪টার দিকে কোস্টগার্ডের এক কর্মকর্তা আনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে  আসে। হাসপাতালে আনার আগে ওই অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেছেন। পরে সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন