Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে শ্রমিকদলের নেতাকে পায়ের রগ কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম

চট্টগ্রামে শ্রমিকদলের নেতাকে পায়ের রগ কেটে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মীর আরমান হোসাইনকে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় তাকে হত্যা করা হয়।

ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নয়ন বলেন, মীর আরমান দোকানে বসে চা পান করছিলেন। একটা ফোন পেয়ে তিনি উঠে যান। পরে তার লাশ মেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন আরমান হোসাইন। এ সময় তার মোবাইল ফোনে কল আসে। তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি পাশ থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। স্থানীয়রা গিয়ে দেখেন, আরমানের পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ এ বিষয়ে বিস্তারিত বলতে পারেনি। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসাইন নামে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে বের করা হচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন