Logo
Logo
×

সারাদেশ

জীবনে কখনো ঢাকায় আসেননি, তারপরও আসামি!

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

জীবনে কখনো ঢাকায় আসেননি, তারপরও আসামি!

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল আজিজেের জীবনের বেশিরভাগ সময় তাঁর কেটেছে গ্রামে কৃষিকাজ করে। তিনি কখনো ঢাকায় না গেলেও তাঁর নাম ঢাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় তাকে হাতিরপুর আওয়ামী লীগের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) নাটোর শহরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ ও রাঙ্গার স্ত্রী উম্মে ছালমা পাপিয়া এসব কথা বলেন। তাঁরা দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফয়সাল তাঁর রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করেছেন।

মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। একই মামলায় ৫০ নম্বর আসামি করা হয়েছে আব্দুল আজিজের চাচা এনায়েত করিম রাঙ্গাকে। গত ২৯ ডিসেম্বর সিংড়ার বাঁশবাড়িয়া থেকে রাঙ্গাকে গ্রেপ্তার করে সিংড়া থানা পুলিশ। 

পরিবার অভিযোগ করেছে, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করিয়েছেন রাঙ্গার ভাতিজা ফয়সাল আহমেদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা।

কৃষক আব্দুল আজিজ বলেন, ‘আমি কখনো বঙ্গবন্ধু সেতু পার হইনি, আর ঢাকা তো চিনিই না। অথচ আমাকে ঢাকার হত্যাকাণ্ডের মামলার আসামি করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। ফয়সাল আমার নাম ঢাকায় বসে মামলায় ঢুকিয়েছে। সে ঢাকার ছাত্রনেতা ও সমন্বয়কদের সঙ্গে চলাফেরা করে। আমি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই। তদন্ত করলে সত্য প্রকাশিত হবে যে আমি কখনো ঢাকায় যাইনি।’

রাঙ্গার স্ত্রী উম্মে ছালমা পাপিয়া অভিযোগ করেন, ‘ফয়সালের বাবার বিরুদ্ধে দায়ের মামলা পারিবারিকভাবে আপোসের মাধ্যমে প্রত্যাহারের জন্য আমার স্বামী ২৯ ডিসেম্বর সিংড়ার নিজ বাড়িতে এলে ঢাকা থেকে নাটোরের পুলিশ সুপারকে চাপ দিয়ে গ্রেপ্তার করিয়ে নেন। পরে পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে আমার স্বামীকে ঢাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে প্রচার করে জানায় যে তিনি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে টাকা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন চলাকালে নিপীড়ন করেন। অথচ আমার স্বামী আন্দোলন চলাকালে আহত ২০ জন ছাত্রকে নিজ খরচে চিকিৎসা করান। আমরা পুরো ঘটনাকে নাটোরের পুলিশ সুপারকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। ফয়সাল আগেই ছাত্রলীগ করতেন এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হয়ে নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন।

মামলার এজাহার সূত্র জানায়, গত ১৯ জুলাই রাজধানীর সূত্রাপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাগর মিয়া (১৬) নামের এক কিশোরকে মারধর করা হয়। আহত অবস্থায় সাগর ২৪ জুলাই হাসপাতালে মারা যায়। এই ঘটনায় ১১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। এই মামলা ঢাকা থেকে করেন বাছিরুল ইসলাম খান নামের এক ব্যক্তি।

মামলায় ৫০ ও ৫১ নম্বর আসামি হিসেবে এনায়েত করিম রাঙ্গা এবং তাঁর ভাতিজা আব্দুল আজিজের নাম উল্লেখ করা হয়। মামলায় আজিজকে ঢাকা শহরের হাতিরপুল এলাকার আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তার পরিবারের দাবি অনুযায়ী সম্পূর্ণ ভিত্তিহীন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ‘আমরা একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের পারিবারিক বিরোধ আছে কি না, তা জানি না।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন