সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম
সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়া সম্প্রদায়ের এক ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৮/৭ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন মিনাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. মারুফ মিয়া (১৬)। সে জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মিনাটিলা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক খাসিয়ার ছোঁড়া গুলিতে আহত হয় মারুফ। তার সঙ্গীরা তাকে বাংলাদেশে নিয়ে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ লিপি এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।